গুচ্ছ ভর্তি প্রস্তুতি | মানবিক বিভাগ | ২০২২-২৩ সালের প্রশ্ন থেকে
ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ গুচ্ছের মানবিক বিভাগের ২০২২-২৩ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
01. প্রমিত বাংলা বানানরতি অনুযায়ী শুদ্ধ রূপ কোনটি?
a) সত্ত্বাধিকারী
b) সত্ত্বাধিকারী
c) সত্বাধিকারী
d) স্বত্বাধিকারী
উত্তর: d
02.আলিনগরের সন্ধি কত সালে করা হয়?
a) ১৭৫৯
b) ১৭৫৭
c)১৭৬০
d) ১৭৫৫
উত্তর: b
03. ম ফলা যুক্ত কোন ব্যঞ্জনবর্ণগুলোর দ্বিত্ব উচ্চারণ হয় না?
a) গ, ঙ, ট
b) ত, প, স
c) জ, ঞ, দ
d) ক, বঝ, ছ
উত্তর: a
04. বিষয়গত দিক থেকে 'সিরাজউদ্দৌলা' কোন ধরনের নাটক?
a) সামাজিক
b) পৌরাণিক
c) পৌরাণিক
d) ঐতিহাসিক
উত্তর: d
05. 'রেইনকোট' গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার?
a) জিওগ্রাফি
b) বোটানি
c) হিস্ট্রি
d) কেমিস্ট্রি
উত্তর: d
06. 'বায়ান্নর দিনগুলো' তে লেখকের সহঅনশনকারীর নাম কী?
a) খয়রাত হোসেন
b) আবদুর রশীদ
c) মহিউদ্দিন আহমদ
d) খান সাহেব ওসমান আলী
উত্তর: c
07. কবি আবু জাফর ওবায়দুল্লাহর ভাষায়, যে কবিতা শুনতে জানে না সে আজীবন কী থেকে যাবে?
a) অজ্ঞ
b) ক্রীতদাস
c) ভীতু
d) প্রাচীন
উত্তর: b
08. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়া আমাদের?
a) শক্তি ও প্রেরণা
b) স্মৃতিগন্ধে ভরপুর
c) চেতনারই রং
d) শহিদের ঝালকিত রক্তের বুদ্বুদ
উত্তর: c
09. মাসি-পিসির পেশা কী ছিল?
a) অন্যের বাড়িতে শ্রম দেওয়া
b) শহরে কাগজ বিক্রি করা
c) শহরে চা বিস্কুট বিক্রি করা
d) শহরে শাকসবজি বিক্রি করা
উত্তর: d
10. 'ভুজ্যি উচ্ছুগ্য' শব্দদ্বয় কোন গল্পে ব্যবহৃত হয়েছে?
a) বিলাসী
b) মাসি পিসি
c) অপরিচিতা
d) মহুয়া
উত্তর: a
11. 'He is a dead horse'-কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে?
a) রায় দুর্লভ
b) মির মর্দান
c) মোহনলাল
d) সিরাজউদ্দৌলা
উত্তর: d
12. লালসালু উপন্যাসের সংলাপে কোন অঞ্চলের ভাষা ব্যবহৃত হয়েছে?
a) চট্টগ্রাম
b) কুমিল্লা
c) নোয়াখালি
d) বরিশাল
উত্তর: c
13. 'আমারি সোনার ধানে গিয়েছে ভরি'। এখানে 'সোনার ধান' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) তুচ্ছার্থে
b) বৃহদার্থে
c) ব্যঞ্জনার্থে
d) সাধারণ অর্থে
উত্তর: c
14. 'প্রতিদান' কবিতার মূল প্রতিপাদ্য কী?
a) ব্যক্তিস্বার্থ
b) পরার্থপরতা
c) আত্মগ্লানি
d) প্রকৃতি বন্দনা
উত্তর: b
15. 'সালতি' কী?
a) মাছ বিশেষ
b) গাছ বিশেষ
c) ফসল বিশেষ
d) নৌকা বিশেষ
উত্তর: d
16. 'এতদিন জেল খাটলাম, আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই।' -এই বাক্যের জটিল রূপ কী হবে?
a) যদিও এতদিন জেল খাটলাম, তথাপি আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই
b) এতদিন জেল খাটলেও আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই
c) এতদিন জেল খাটলাম এবং আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই
d) এতদিন জেল খাটলাম, কিন্তু আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই
উত্তর: a
17. 'ক্রাক-ডাউনের রাত' বলতে ১৯৭১ সালের কোন রাতকে বলা হয়েছে?
a) ২৬ মার্চ
b) ২৫ মার্চ
c) ১৪ ডিসেম্বর
d) ১৬ ডিসেম্বর
উত্তর: b
18. 'রাজভয়-লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবেনা।'- 'রাজভয়' ও 'লোকভয়' শব্দ দুটি কোন ধরনের সমাস?
a) দ্বন্দ্ব
b) কর্মধারয়
c) তৎপুরুষ
d) দ্বিগু
উত্তর: c
19. 'তরুছায়ামসী মাখা' এ শব্দবন্ধে 'মসী' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) ছুরি
b) কলম
c) কালো রং
d) সবুজাভ
উত্তর: c
20. কোনটি শুদ্ধ বাক্য?
a) আমি স্বাক্ষী দেবো না
b) আমি সাক্ষী দেবো না
c) আমি স্বাক্ষ্য দেবো না
d) আমি সাক্ষ্য দেবো না
উত্তর: d
21. 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে।' কোন বৈশিষ্ট্যের কারণে কবি এই প্রত্যাশা করেছেন?
a) ইতিবাচক
b) দুঃসাহস
c) বয়স
d) তারুণ্য
উত্তর: d
22. 'নিঃশঙ্ক' শব্দের প্রমিত উচ্চারণ কোনটি?
a) নিশঙ্কা
b) নিশংকো
c) নিশঙ্কা
d) নিশস্তক
উত্তর: a
23. 'আমার পথ' প্রবন্ধের আলোকে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কী তৈরি হয়?
a) স্বনির্ভরতা
b) পরনির্ভরতা
c) ভয়
d) দম্ভ
উত্তর: b
24. 'গরহাজির' শব্দের 'গর' কোন ভাষার উপসর্গ?
a) ফরাসি
b) সংস্কৃত
c) আরবি
d) বাংলা
উত্তর: c
25. 'হে আমার মুখে থুতু দিল।' কে, কার মুখে থুতু দিয়েছে?
a) রহিমা মজিদের মুখে
b) মজিদ জমিলার মুখে
c) জমিলা রহিমার মুখে
d) জমিলা মজিদের মুখে
উত্তর: d
26. 'সহসা' কোন শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়?
a) হঠাৎ
b) শীঘ্র
c) তাড়াতাড়ি
d) সত্বর
উত্তর: a
27. মজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে অবিশ্বাসপোষণকারী চরিত্রের নাম?
a) তাহের
b) তাহের-কাদেরের পিতা
c) রহিমা
d) খালেক ব্যাপারী
উত্তর: b
28. 'নিপাতনে সিদ্ধ' নিয়মটি কোন জাতীয় শব্দের বানানের জন্য?
a) অর্ধতৎসম
b) তদ্ভব
c) তৎসম
d) বিদেশি
উত্তর: c
29. ১৯৪৬ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান ফরিদপুরে কোন দায়িত্বে ছিলেন?
a) কমিশনার
b) ওয়ার্কার ইনচার্জ
c) পোলিং এজেন্ট
d) প্রিজাইডিং অফিসার
উত্তর: b
30. 'ইজারা' ইংরেজি কোন শব্দের বাংলা পরিভাষা?
a) lease
b) agreement
c) pact
d) contract
উত্তর: a
31. 'দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো/ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা।' এখানে নক্ষত্রের সাথে বর্ণমালার তুলনা হলো?
a) শব্দালংকার
c) ছন্দ
b) অর্থালংকার
d) অন্ত্যমিল
উত্তর: b
32. 'নিদাঘ' অর্থ কী?
a) গ্রীষ্ম
b) দাগ নেই
c) শরৎ
d) মেঘ
উত্তর: a
33. সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার 'কিশোরসভা' অংশের সম্পাদক ছিলেন?
a) দৈনিক স্বাধীনতা
b) যুগবাণী
c) ভারতী
d) বঙ্গদর্শন
উত্তর: a
34. 'অপরিচিতা' গল্পে 'মাতৃ-আজ্ঞা' মানে?
a) মাতৃ-স্বপ্ন
b) মায়ের আদেশ
c) মায়ের নির্দেশনা
d) মাতৃভূমি
উত্তর: d
35. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ঋতুকে কেন্দ্র করে রচিত?
a) শীত
b) বসন্ত
c) শরৎ
d) হেমন্ত
উত্তর: b
English
Read the passage below and answer the questions that follow: (Questions 1-5)
Children's right to education is widely recognized today as a fundamental human right. But that right also implies that the school they go to will have a pleasant and learning-friendly environment where everyone will have an enjoyable time. Teachers will be kind, caring and supportive, and children will feel relaxed. No harsh words will be spoken to them and special care will be taken of children with learning disabilities.
That, unfortunately, is not the general picture in many schools. The system of education in this part of the world does not allow children much freedom and their special needs are often ignored. Children remain silent in the class unless their teachers ask them a question. They cannot take charge of their education and are encouraged to be obedient listeners. Learning is still Based on role memorization, which does not allow students to think critically.
01. According to the passage
a) all students in schools are obedient
b) teachers only teach students to be obedient
c) students listen to teachers obediently without asking questions
d) students are forced to ask questions by teachers
Ans: c
02. The passage suggests that
a) the way education is imparted in many schools does not uphold children's right to education
b) education system in this part of the world is sensitive to the rights of students with learning disabilities
c) teachers are always respectful of human rights
d) teachers inspire the students to develop the ability of critical thinking
Ans: a
03. The passage suggests that children with learning disabilities in many schools are
a) appreciated by teachers
b) harshly treated by teachers
c) looked after by teachers
d) generally ignored by teachers
Ans : d
04. The passage is about
a) human rights
b) the general picture in many schools
c) the problems teachers face in the classroom
d) rote memorization
Ans : b
05. The word 'memorization means
a) the process of committing something to memory
b) applying reason to remember something
c) forgetting everything except the lesson learnt
d) repeating lessons without understanding them
Ans : a
Which of the following sentences is correct? (Questions 6-7)
06. a) All the furniture has been bought by my mother
b) All the furnitures have been bought by my mother
c) All the furnitures has been bought by my mother
d) All the furniture have been bought by my mother
Ans: a
07. a) The Mayor as well as his brothers are going to prison
b) Neither of the two traffic lights are working
c) The number of volunteers grow every year
d) Two-fifth of the forest was destroyed by fire
Ans: d
Fill in the blanks with appropriate word(s): (Questions 8-9)
08. If you practised a lot ---- a good cricketer.
a) you could
b) you could have
c) you could be
d) you could have been
Ans: c
09. Neptune is an extremely cold planet, ---- Uranus.
a) so does
b) so has
c) so is
d) it is
Ans: c
Choose the correct form of verb: (Questions 10-14)
10. Ten men died in accident as a car and a bus ---- last evening.
a) have collided
b) collided
c) collisioned
d) has collided
Ans: b
11. The teacher let the students ---- for five minutes.
a) to think
b) think
c) thinking
d) thought
Ans: b
12. Ten years ---- since I last visited the museum.
a) have passed
b) passed
c) had passed
d) were passed
Ans: a
13. We seem ---- a problem with the car.
a) had
b) have
c) to having
d) to have
Ans : d
14. Hasan informs that Zara ---- the work already.
a) finished
b) has finished
c) had finished
d) has been finishing
Ans: b
15. Which of the following is a plural noun?
a) Mathematics
b) Crisis
c) Criteria
d) Molasses
Ans: c
16. What does the word 'haggling' mean?
a) Bargain persistently over the cost of something
b) Settling a dispute
c) Quarrelling
d) Arguing about someone's choices
Ans : a
17. Which word does not have a verb form?
a) Trust
b) Ruin
c) Fault
d)Suicide
Ans : d
18. Choose the correct spelling:
a) Indigeneous
b) Indeginous
c) Indigenous
d) Indigenius
Ans : c
Identify the part of speech of the underlined word: (Questions 19-20)
19. Please --water-- the plants in my absence.
a) Noun
b) Adverb
c) Adjective
d) Verb
Ans : d
20. We ought to improve the condition of those who feel downtrodden.
a) Noun
b) Adverb
c) Adjective
d) Verb
Ans: c
Use appropriate prepositions to complete the sentences: (Questions 21-24)
21. We marveled ---- the beauty of the monument.
a) up
b) to
c) of
d) at
Ans: d
22. He readily agreed ---- to a charity fund. my proposal to donate
a) with
b) at
c) to
d) on
Ans: c
23. This beautiful dress comes four colors-
a) at
b) over
c) by
d) in
Ans: d
24. Unemployed youths are more likely to get ---- exposed, violence.
a) to
b) on
c) with
d) over
Ans: a
25. What is the correct synonym for 'serene'?
a) Noisy
b) Clamorous
c) Turbulent
d) Tranquil
Ans: d
26. Choose the right antonym for 'credible'.
a) Believable
b) Doubtful
c) Generous
d) Hopeless
Ans: b
27. Identify the clause of the underlined words: --What he says-- is true.
a) Noun clause
b) Adjective clause
c) Adverbial clause
d) Subordinate clause
Ans: a
28. What type of verb is the underlined word: I --play-- football?
a) Finite
b) Nonfinite
c) Transitive
d) Intransitive
Ans: c
29. What is the meaning of the idiom 'Give someone the cold shoulder'?
a) Ignore someone
b) Carry someone on the shoulder
c) Put an ice pack on someone's shoulder
d) Flip someone over the shoulder
Expl: a
30. What is the meaning of A dime a dozen"?
a) Something expensive
b) Something common
c) Something rare
d) Something useful
Ans: b
31. Who wrote Gulliver's Travels?
a) Walter Scott
b) Jonathan Swift
c) Bernard Shaw
d) Charles Dickens
Ans: b
32. What kind of a poem is "The Rhyme of the Ancient Mariner"?
a) A ballad
b) An epic poem
c) A song
d) An elegy
Ans: a
33. What is the meaning of etiquette'?
a) Discourtesy
b) Immorality
c) Courtesy
d) Rudeness
Ans: c
34. When something tastes disgusting, it is
a) tasty
b) awful
c) mouthwatering
d) jaw-dropping.
Ans : b
35. A sonnet is a poem of lines.
a) sixteen
b) fourteen
c) eight
d) twelve
Ans: b
সাধারণ জ্ঞান
01. যুক্তিবিদ জে এস মিলের মতে কোনটি প্রকৃত আরোহ?
a) পূর্ণাঙ্গ আরোহ
b) যুক্তিসাম্যমূলক আরোহ
c) অবৈজ্ঞানিক আরোহ
d) ঘটনা সংযোজন আরোহ
উত্তর: c
02. কোন পদটি দুইবার দুই অর্থে ব্যবহৃত হলে সহানুমানের ক্ষেত্রে দ্ব্যর্থক অপ্রধান পদ অনুপপত্তি ঘটে?
a) সাধ্যপদ
b) চতুর্থ পদ
c) পক্ষপদ
d) হেতুপদ
উত্তর: b
03. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) কয়টি?
a) ১৬টি
b) ১৭টি
c) ১৮টি
d) ১৯টি
উত্তর: b
04. কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়?
a) জনসমষ্টি
b) স্থায়িত্ব
c) ঐক্য
d) অভিন্ন ভাষা
উত্তর: d
05. বাংলাদেশে মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে?
a) আইন মন্ত্রণালয়
b) জাতীয় সংসদ
c) সুপ্রিম কোর্ট
d) এটর্নি জেনারেল
উত্তর: c
06. অগাস্ট কোঁৎ এর মতে কোনটি মানবজ্ঞানের এয়ন্ত্রর সূত্রের অন্তর্ভুক্ত নয়?
a) ধর্মতাত্ত্বিক স্তর
b) বস্তুগত স্তর
c) অধিবিদ্যাগত স্তর
d) দৃষ্টবাদী স্তর
উত্তর: b
07. 'ভারত শাসন আইন' কবে রাজকীয় সম্মতি লাভ করে?
a) ২ আগস্ট ১৯৩৫
b) ২৫ আগস্ট ১৯৩৫
c) ৭ নভেম্বর ১৯৩১
d) ১২ নভেম্বর ১৯৩১
উত্তর: a
08. কোনটি সামাজিকীকরণের উপাদান নয়?
a) অনুকরণ
b) শিক্ষণ
c) বিচ্ছিন্নকরণ
d) চিহ্নিতকরণ
উত্তর: c
09. কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি প্রত্যাখ্যান করেন?
a) বিবিঘর হত্যাকাণ্ডগু
b) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
c) জন্ম হত্যাকাণ্ড
d) বিহার হত্যাকাণ্ড
উত্তর: b
10. জেন্ডারের ভিত্তিতে সৃষ্টি সামাজিক বৈষম্য নয় কোনটি?
a) সম্পত্তির উত্তরাধিকারের বৈষম্য
b) চলাফেরা বৈষম্য
c) শ্রমমূল্যে বৈষম্য
d) বয়সভিত্তিক বৈষম্য
উত্তর: d
11. NATO এর সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো:
a) সুইডেন
b) ইউক্রেন
c) এস্তোনিয়া
d) ফিনল্যান্ড
উত্তর: d
12. রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে?
a) ককেশয়েড
b) মঙ্গোলয়েড
c) নিগ্রোয়েড
d) দ্রাবিড়ীয়
উত্তর: b
13. কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্পবিপ্লবের সাথে সম্পৃক্ত নয়?
a) রোবোটিক্স
b) টেলিগ্রাফ
c) থ্রিডি প্রিন্টিং
d) আইওটি
উত্তর: b
14. একটি দেশে ন্যায়পালের উপস্থিতি কী প্রতিষ্ঠায় সহায়ক?
a) কার্যকর আইন বিভাগ
b) কতৃত্বমূলক ক্ষমতাকাঠামো
c) জনকল্যাণমূলক সুশাসন
d) ন্যায়বিচার
উত্তর: c
15. হালদা নদীর উৎপত্তিস্থল কোন জেলায়?
a) রাঙামাটি
b) বান্দরবন
c) চট্টগ্রাম
d) খাগড়াছড়ি
উত্তর: d
16. Group Discussion Support System পরিচালনার মাধ্যম হচ্ছে?
a) ই-মেইল সার্ভিস
b) a2i কর্মসূচি
c) জেলা ওয়েবপোর্টাল
d) ভিডিও কনফারেন্সিং
উত্তর: d
17. কোনগুলো সার্বজনীন লজিক গেইট?
a) AND, OR
b) XOR, XNOR
c) NAND, NOR
d) NOT, R
উত্তর: c
18. রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞার্থ প্রদানকারী হচ্ছেন?
a) ম্যাক্স ওয়েবার
b) সিডনি ভারবা
c) প্লেটো
d) ম্যাকিয়াভেলি
উত্তর: a
19. C ল্যাঙ্গুয়েজে ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশনটি ব্যবহৃত হয়?
a) scanf()
b) main()
c) printf()
d) input()
উত্তর: a
20. বাংলাদেশ জাতীয় সংসদে মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত ৫০ টি আসন নির্ধারণে কোন ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়?
a) আনুপাতিক প্রতিনিধিত্বমূলক
b) আঞ্চলিক প্রতিনিধিত্বমূলক
c) যুক্তরাষ্ট্রীয় প্রতিনিধিত্বমূলক
d) নৃগোষ্ঠীয় প্রতিনিধিত্বমূলক
উত্তর: a
21. কোন কম্পিউটার পদ্ধতি পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের উপাত্ত ধারণ ও ব্যবহারের বর্ণনা দেয়?
a) GPS
b) GIS
c) SPSS
d) MIS
উত্তর: a
22. বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়?
a) ১৩তম
b) ১৪তম
c) ১৫তম
d) ১৬তম
উত্তর: c
23. ZPG-এর পূর্ণ রূপ?
a) Zero Population Growth
b) Zero popular Growth
c) Zero Percent Growth
d) Zero Parental Growth
উত্তর: a
24. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন রাষ্ট্রের 'ভেটো' দেওয়ার ক্ষমতা নেই?
a) মার্কিন যুক্তরাষ্ট্র
b) যুক্তরাজ্য
c) চীন
d) জাপান
উত্তর: d
25. কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়?
a) রাজস্ব
b) ব্যয়
c) লাভ
d) ঋণ
উত্তর: c
26. 'মানব উন্নয়ন সূচক' এর মৌলিক নির্দেশক?
a) মাথাপিছু জাতীয় আয়
b) সুদের হার
c) জনসংখ্যা বৃদ্ধির হার
d) প্রতিরক্ষা উন্নয়ন বাজেট
উত্তর: a
27. একটি দেশের উৎপাদন সম্ভাবনা রেখা পরিবর্তন ঘটে না?
a) পার্শ্ববর্তী দেশের দামস্তর বৃদ্ধি পেলে
b) অবসরের বয়সসীমা বৃদ্ধি করা হলে
c) উন্নত প্রযুক্তির সূচনা হলে
d) আবিষ্কৃত নতুন খনি থেকে সম্পদ আহরণ বৃদ্ধি পেলে
উত্তর: a
28. BARD এর প্রতিষ্ঠাতা কে?
a) আখতার হামিদ খান
b) ফজলে হাসান আবেদ
c) মাহবুব আলম চাষী উত্তর:
d) সাইমন ড্রিং
উত্তর: a
29. কোন ব্যয় রেখা অনুভূমিক অক্ষের সমান্তরাল?
a) TVC
b) TFC
c) AFC
d) AC
উত্তর: b
30. মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব কোনটি?
a) ক্রয়ক্ষমতা বৃদ্ধি
b) বেকারত্ব হ্রাস
c) সুদের হার হ্রাস
d) প্রকৃত আয় হ্রাস
উত্তর: d